উল্টানো বালিয়াড়ি (Reverse Dune):

☻সংজ্ঞাঃ প্রাথমিক ঢালের ঠিক বিপরীত দিকে সৃষ্ট অপ্রধান ঢালযুক্ত শৈলশিরার মতো আকৃতিবিশিষ্ট বালিয়াড়ি উল্টানো বালিয়াড়ি (Reverse Dune) নামে পরিচিত ।

উদাঃ কালাহারি মরুভূমিতে প্রচুর সংখ্যক উল্টানো বালিয়াড়ি দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ উল্টানো বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) 
এইপ্রকার বালিয়াড়ি বায়ুপ্রবাহের পথে আড়াআড়িভাবে অবস্থান করে ।
খ) তীর্যক বালিয়াড়ি ও বার্খান – এই দুই বালিয়াড়ির মধ্যে এদের অবস্থান দেখা যায় ।
গ) দুটি সমশক্তিসম্পন্ন বিপরীতমুখী বায়ুপ্রবাহের স্থায়িত্বকাল সমান হলে এরূপ বালিয়াড়ি গড়ে ওঠে ।

8 thoughts on “উল্টানো বালিয়াড়ি (Reverse Dune):”

Leave a Reply