অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune):

☻সংজ্ঞাঃ মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট গর্তগুলির প্রতিবাত ঢাল থেকে বালি অপসারিত হয়ে অনুবাত ঢালে সঞ্চিত হয়ে অধিবৃত্তের মতো আকৃতিবিশিষ্ট বালিয়াড়ি সৃষ্টি হলে, তাকে অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune) বলে । 

উদাঃ আফ্রিকার নামিবিয়া মরুভূমিতে অনেক অধিবৃত্তীয় বালিয়াড়ি দেখা যায় ।                                

বৈশিষ্ট্যঃ অধিবৃত্তীয় বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এইপ্রকার বালিয়াড়ি বেলচা বা চামচের গর্তের মত আকৃতিবিশিষ্ট হয় ।
খ) এর প্রতিবাত ঢাল অনুবাত ঢালের থেকে কম হয় । 

9 thoughts on “অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Dune):”

Leave a Reply