অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) ও পরবর্তী বালিয়াড়ি (Wake Dune):

☻ অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune): অনেক সময় ঘূর্ণি বায়ুপ্রবাহের প্রভাবে মস্তক বালিয়াড়ির কিছুটা আগে অপর একপ্রকার বালিয়াড়ি সৃষ্টি হয় । একে অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) বলে ।            

উদাঃ থর মরুভূমিতে অগ্রবর্তী বালিয়াড়ি দেখা যায় ।                                                                      

বৈশিষ্ট্যঃ অগ্রবর্তী বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ – 
ক)
 এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
খ) 
এরা দেখতে স্তূপাকৃতি হয় । 


☻ পরবর্তী বালিয়াড়ি (Wake Dune): পুচ্ছ বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয়, তাকে পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) বলে ।  

উদাঃ থর মরুভূমিতে পরবর্তী বালিয়াড়ি দেখা যায় ।                                                                  

বৈশিষ্ট্যঃ পরবর্তী বালিয়াড়ি  র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ – 
ক)
এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
খ) 
এরা দেখতে ক্ষুদ্র স্তূপাকৃতি হয় । 

6 thoughts on “অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) ও পরবর্তী বালিয়াড়ি (Wake Dune):”

Leave a Reply